মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক আনছারী
প্রকাশ: ১ জুন ২০২১, ০৯:৫৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮
জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফাইনালে দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু। প্রথম রানার আপ হয়েছেন সিধু হেস ও রোশনি। তৌফিকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল।
রবিবার রাতে ঘোষণা করা হয় ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ১০তম মৌসুমের বিজয়ীদের নাম। এ শোয়ের উপস্থাপক মীর আফসার আলী।
ফাইনাল পর্বটি রেকর্ডিং হয় গত ১২ মে। তৌফিক কদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন কুষ্টিয়াতে আছেন কোয়ারেন্টাইনে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত