মাদারীপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:২৩ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চ থেকে শোভাযাত্রাটি বের হয়ে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রাজৈরের টেকেরহাট বাসস্টান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এরপর পুনরায় যাত্রা শুরু করে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত করা হয়।
সমাবেশে আব্দুস সোবহান খান বলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চায় যেখানে কোন দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদারিত্ব থাকবে না।
আব্দুস সোবহান খান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে যুবকদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে। কোন যুবক আর বেকার থাকবে না, তারা প্রযুক্তির শিক্ষা নিয়ে দেশ এবং দেশের বাইরে যেতে পারবেন। যদি জামায়াতে ইসলামী দায়িত্ব পায় তাহলে এদেশের মা-বোনদের জন্য সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ সময় মোটরসাইকেল শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যাড. মিজানুর রহমান খান, সদর উপজেলা আমির হুমায়ুন কবির, পৌর আমির আলমগীর হোসেন, জেলা শিবির সভাপতি রিফাত হোসেন প্রমুখ অংশ গ্রহণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত