মাদারীপুরে সুজন কর্তৃক আয়োজিত "জনগণের মুখোমুখি"
অনুষ্ঠিত এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ | আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:৪১
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ (রাজৈর ও সদর আংশিক) আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকপাড় স্বাধীনতা অঙ্গনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাদারীপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। লটারির মাধ্যমে প্রার্থীদের বক্তব্যের ক্রম নির্ধারণ করা হয়। বিভিন্ন পর্বে প্রার্থীরা তাদের নির্বাচনী বক্তব্য উপস্থাপন করেন এবং জনগণের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে সাধারণ জনগণ শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রত্যাশার কথা প্রার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, রাজনীতি মানে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ। দলমত নির্বিশেষে সকল নাগরিকের উন্নয়নে কাজ করতে হবে এবং একটি দুর্নীতিমুক্ত, সাম্যের সমাজ গড়ে তুলতে হবে।
মাদারীপুর-২ (রাজৈর–সদর আংশিক-২১৯) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে জাহান্দার আলী মিয়া, খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আলী আহমাদ চৌধুরী, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মহিদুল ইসলাম, কল্যাণ পার্টি থেকে হাতঘড়ি প্রতীকে সুবল চন্দ্র মজুমদার, মার্কসবাদী দল (বাসদ) থেকে কাস্তে প্রতীকে দিদার হোসেন, কলস প্রতীকে মিল্টন বৈদ্য, হরিণ প্রতীকে মুহাঃ কামরুল ইসলাম সাঈদ, মোটরসাইকেল প্রতীকে সহিদুল ইসলাম খান এবং ঘোড়া প্রতীকে রেয়াজুল ইসলামসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন এ আসনটিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন নান্নু, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সহ-সভাপতি প্রফেসর মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক আজমল হুদা, কো-অর্ডিনেটর মো. সৈকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুজন-বন্ধু ও স্থানীয় সাধারণ ভোটারগণ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত