মাদারীপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৮

বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এ উৎসব উপলক্ষে মাদারীপুর জেলা সদর, রাজৈর, কালকিনি, ডাসার ও শিবচর থানায় এ বছর ৪২৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পুজা। আর মাত্র কয়েকদিন পরই স্বর্গলোক থেকে আসছেন দেবীদুর্গা। তারই ধারাবাহিকতায় দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাদারীপুরের মৃৎশিল্পীরা। এছাড়াও দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কর্তাব্যক্তি। কাঁশফোটা শরৎ এর শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দির গুলোতে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা শিল্পীর সুনিপুণ ছোয়া আর রংতুলির আঁচরে দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে দিন রাত-ভর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাদারীপুর চেলা শহরের পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার শশিকর এলাকা থেকে রঞ্জিত পাল মল্লিক জানান এ বছর মোটামুটি ভালোই প্রতিমা বানানের কাজ পেয়োছ। দাম ভালো থাকায় খুবই খুশি। স্থানীয় কারিগর দিলিপ বনিক জানান, এভচর ৩০ হাজার টাকায় প্রতিমা তৈরী করছি। এবছর ভালোই হচ্ছে। কারিগরবৃন্দ মাদারীপুরে এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিটি পূজামন্ডপের জন্য তৈরি করা হচ্ছে দূর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেচা, হাঁস, সর্পসহ বিভিন্ন প্রতিমা তৈরী করে দেন। ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ। শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ। এদিকে প্রতিমা তৈরী করে কারিগরের মজুরি ভালো পাওয়ার বেজায় খুশি কারিগরেরা।
মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক বাবুল চন্দ্র দাস জানান, শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবারের পূজা সুন্দর ও সুশৃংখল করতে মাদারীপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে ন। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, শারদীয় দূর্গা উৎসব সুসম্পন্ন করতে মাদারীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে প্রত্যেকটি পূজা মন্ডপে র‌্যাব- পুলিশ, আনসার, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিতি নিশ্চিতসহ প্রত্যেকটি পূজা মন্ডপের সিসি ক্যামেরার ব্যবস্থাসহ দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারী। পাশাপাশি সোস্যাল মিডিয়া গুজব ও অপপ্রচার রোধে মনিটরিং এর জন্য থাকবে বিশেষ টিম। আসছে ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমা তিথির মধ্যে দিয়ে শুরু হবে শারদীয়া দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত