মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা আমায় অনুষ্ঠিত
প্রকাশ: ১ মে ২০২৪, ১৯:১৭ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
অদ্য ১লা মে ২০২৪ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টির সহযোগী সংগঠন জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টির উদ্যোগে শ্রমিকদের ন্যার্য দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান স্বপন সাহা,জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব এনামুল হক ইমরান, জাসটিজ পার্টির চেয়ারম্যান কাশেম মজুমদার, ইউনাইটেড ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান নারায়ন দাস, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান, বাংলাদেশ সেক্যুলার গ্রীন পার্টির সভাপতি কে.সি মজুমদার খোকন, বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমান উল্লাহ এবং জাতীয় স্বাধীনতা পার্টির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ বাদশা উদ্দিন মিন্টু, আহ্বায়ক, জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টি।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন- ১লা মে দিবস ২০২৪ উপলক্ষ্যে শ্রমিকদের ন্যার্য্য দাবী দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। কোন শ্রমিক যেন অনাহারে অর্ধাহারে না থাকে এবং মালিকদের কাছে অবহেলার শিকার না হয় সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০,০০০/- টাকা করার দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত