ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২১, ০৯:০৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

ভারতের করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়ে এ সিদ্ধান্ত হয়েছে।

২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর ৮ মে আবার ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত