ভাগ্যকুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১২:১৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবার ভাগ্যকূল এর প্রাঙ্গণে দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা বেগম ও বিশেষ অতিথি শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) কেয়া দেবনাথ কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
সরকারি শিশু পরিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলরাম বাহাদুর এর পরিচালনায় অন্যান্যের মধ্যে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার ভাগ্যকূল এর উপতত্ত্বাবধায়ক আনিসুর রহমান, শ্রীনগর উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, অমিয় ভৌমিক, মাহবুবুল আলম প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবারের ছাত্রদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত