বড় মেয়ের সঙ্গে গান গেয়ে ভাইরাল নাঈম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১০:০২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১১

নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘চাঁদনী’-খ্যাত দর্শকনন্দিত পর্দা জুটি নাঈম-শাবনাজ। পরবর্তীতে তারা বাস্তব জীবনেও জুটি বাঁধেন। এরপর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই সিনেমা ছেড়ে দেন। দীর্ঘদিন রূপালি পর্দায় তাদের না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় খোঁজ-খবর দেন অনুরাগীদের। 

এবার নাঈম আলোচনায় এলেন তার বড় মেয়ের সঙ্গে গান গেয়ে। 

নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নাঈম দারুণ গান করেন। এর আগে, তার গান প্রশংসিত হয়েছে। এবার সেই মাহদিয়া গাইলেন তার বাবার সঙ্গে। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা। 

সোমবার নিজের ফেসবুক পেইজে এই ভিডিও আপলোড করেছেন মাহদিয়া। ক্যাপশনে লিখেছেন, আমাদের প্রিয় একটি গান গাইছি। 

সেই ভিডিওতে দেখা গেছে, নৌকায় চড়ে গান গাইছেন বাবা-মেয়ে। নাঈম গিটারে রিদম তুলছেন, সঙ্গে গাইছেনও। মেয়ে মাহদিয়াও গাইছেন তার বাবার সঙ্গে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত