বুঝতে পারছি না, কাকে বিশ্বাস করব: ইরফান খানের পুত্রের আবেগঘন পোস্ট
প্রকাশ: ২৪ মে ২০২১, ১১:৪৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮
বাবাকে ঘিরে টুকরা স্মৃতি প্রায়ই শেয়ার করেন ইরফান খানের পুত্র বাবিল। তরুণ বাবিলের পোস্টে দেখা যায় বাবাকে ঘিরে তাঁর অনুভূতি। সম্প্রতি বাবাকে নিয়ে আরেকটি আবেগঘন পোস্ট করেছেন বাবিল। এই পোস্টে বাবার একটি ছবি শেয়ার করেছেন তিনি।
যদিও বাবিল বলেছিলেন, ইরফানকে নিয়ে আর কোনো পোস্ট করবেন না। কেননা, কিছু মানুষ বাবিলের সমালোচনা করে বলেছিলেন, বাবাকে বিক্রি করে খাচ্ছেন তিনি, তাঁকে ভাঙিয়ে আলোচনায় থাকতে চাচ্ছেন বাবিল। তাই মনের দুঃখে বলেছিলেন, ‘বাবাকে নিয়ে আর কোনো পোস্ট নয়!’
বাবিলের সেই ছবিতে তরুণ ইরফানকে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে বাবাকে নিয়ে ছিল বাবিলের আবেগঘন স্মৃতিচারণা। পোস্টটি প্রকাশিত হতেই অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্প্রতি বাবিল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেটি সবার হৃদয় ছুঁয়ে গেছে। বাবিল তাঁর এই পোস্টে লিখেছেন, ‘দিশেহারা লাগছে। কাকে বিশ্বাস করব আর কাকে করব না, বুঝে উঠতে পারছি না। আপনি জানেন, আমি নিজেই নিজেকে অবিশ্বাস করি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাবাহীন পৃথিবীতে আগামী দিনগুলো নিয়ে আমি ভীত, শঙ্কিত, তটস্থ। আমার মন আর হৃদয় যেন প্রতিনিয়ত লড়াই করছে। আমি কেবলই গভীর হতাশায় তলিয়ে যাচ্ছি।’
বাবিলের এই পোস্ট পড়ে ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুপ সোনি, টিশকা চোপড়া, সন্ধ্যা মৃদুলসহ আরও অনেক বলিউড তারকা এই পোস্টে মন্তব্য করেছেন। সন্ধ্যা মৃদুল লিখেছেন, ‘কঠিন, কিন্তু আশাহত হয়ো না। একদিন এটা বুঝতে পারবে। আমি জানি। ভালোবাসা নাও’। অনুপ সোনি লিখেছেন, ‘অফুরন্ত ভালোবাসা। শক্ত থাকো।’
বাবিল খুব শিগগির পা রাখতে যাচ্ছেন চলচ্চিত্রে। আনুশকা শর্মা প্রযোজিত ছবি ‘কালা’তে দেখা যাবে তাঁকে। নেটফ্লিক্সের এই ছবিতে তাঁর বিপরীতে আছেন ‘বুলবুল’খ্যাত তৃপ্তি দিমরি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত