বিচারকদেরকে বিচারিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১২ | আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৩১
 
                                        
                                    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনপ্রত্যাশা পূরণে বিচারকদেরকে বিচারিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত কালে তিনি এ আহ্বান জানান।
রাষ্টপ্রধান আশা করেন জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।
_1653984417.gif) 
নবনিযুক্ত বিচারপতিগণ হলেন বিচারপতি মোহাম্মদ শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান। রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            