বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশতবাষির্কী উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৯:৫২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জান টুকু। 

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, আওয়ামী লীগ নেতা এ্যাড. সেলিম আজাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। পরে সকলের মাঝে মিস্টি বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত