বাগেরহাটে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফকিরহাট চ্যাম্পিয়ন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ২০:২৯ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০২:১২

বাগেরহাটে দুই দিন ব্যাপি শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট (অনুর্ধ ১৯) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাট অফিসার্স ক্লাব মিলনতায়নে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগেরহাট সদরকে হারিয়ে দ্বৈততে চ্যাম্পিয়ন হয় ফকিরহাট উপজেলা। অন্যদিকে এককে ফকিরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোংলা উপজেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামসহ আরো অনেকে। পুরুষ্কার বিতরণের সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে মনোজাগতিক শক্তির বিকাশ ঘটে। তাই সুস্থ ভাবে বেড়ে উঠতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই খেলায় দ্বৈততে ১২টি ও এককে ৮টি দল অংশ নেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত