বাগেরহাটে ব্রিজ নির্মানে বাধা স্থানীয় নেতার, চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ 

  বাগেরহাট প্রতিবেদক  

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩

বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের শাখারীকাঠি এলাকায় ব্রিজ নির্মানকে কেন্দ্র করে মৃত মোতালেব শেখ এর ছেলে রাসেল শেখ (২৭) এর নামে চাঁদা দাবির অভিযোগ আমার বিরুদ্ধে এলাকায় উঠেছে। শুক্রবার (১৭ই) জানুয়ারি সকালে বাঁধাল ইউনিয়নের শাখারী কাঠিতে সাধারণ জনতাকে সাথে নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ (শাখারীকাঠি-মসনি) সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করে বলেন, গত ২/৩ দিন ধরে স্থানীয় রাসেল শেখ (২৭) ও তার সাথে থাকা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যাক্তি পরিচয়ে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে রাতে শ্রমিকদের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করে সাব কন্ট্রাকটর শেখ তাজুকে মোবাইল কলে কাজ বন্ধ করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে সাধারণ জনতার মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় আব্দুল মান্নান শেখ বলেন, মাঝে মধ্যে আমাদের বিভিন্ন জাগায় উন্নয়ন কাজে বাঁধা গ্রস্থ করছে রাসেল,তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়। 

সাব-কন্ট্রাক্টার শেখ তাজু বলেন, রাসেল গত ২/ ৩ দিন আগে আমার কাজের স্থানে ১৪/১৫ জন লোক নিয়ে আমার মিস্ত্রীদের হুমকি দেয় কাজ বন্ধ করার।পরবর্তীতে আবারও আমার শ্রমীকদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়।এক পর্যায়ে আমার সাথে কথা বলে মিমাংসার করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে রাসেল শেখ বলেন, আমি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপ¶রা মিথ্যা অপবাদ রটাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত