বাগেরহাটে গাঁজা গাছ ও ইয়াবাসহ আটক ২

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৯:৪৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫২

বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক অভিযানে ৪টি গাঁজা গাছ ও ২৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- তরিকুল ইসলাম ওরফে শৈবাল সরদার(৪২) ও মিল্টন শিকদার (২২)। বুধবার ভোরে পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

এর মধ্যে উপজেলার বড় জামুয়া গ্রামের মান্নান সরদারের ছেলে তরিকুল ইসলামকে গাঁজা গাছসহ আটক করে পুলিশ। অন্যদিকে, মিল্টন শিকদারকে ২৯ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা গাছ ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত