বাংলাদেশ-সৌদি আরব দুই সমঝোতা স্মারক সই
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১২:৪৯ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৪
 
                                        
                                    কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দু’টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সৌদি আরব।
বুধবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংলাপের পর এই দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে আজ সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে দুপুরে ঢাকা ছাড়ার আগে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।
গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            