দুই ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে দুই দল

বাংলাদেশ ও ভারত  ম্যাচটি  শেষ হলো সমতায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৬ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৫

আক্রমণ, সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে কার্যকরী হতে পারল না ভারত। চেনা মাঠে আলো ছড়াতে ব্যর্থ হলো বাংলাদেশও। তাতে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুই দলের ম্যাচটি শেষ হলো সমতায়। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। শুক্রবার উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই দিনে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। 

দুই ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট নিয়ে ভারত ও বাংলাদেশ ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। রোববার ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার দৌড়ে টিকে আছে নেপালও। 

নেপাল ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে মাথায় চোট পেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। ভারত ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। মেঘ সরিয়ে সেরা একাদশে নামলেন এই ফরোয়ার্ড। 

গত সেপ্টেম্বরে সিনিয়রদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে চোখ ধাঁধানো ফ্লিকে লক্ষ্যভেদ করেছিলেন শামসুন্নাহার। তবে এদিন মাঝমাঠ সোহাগী-স্বপ্নাদের নিয়ন্ত্রণে না থাকায় বলের জোগান পাননি শামসুন্নাহার। প্রতিপক্ষ গোলরক্ষককেও তাই নিতে পারেননি কোনো পরীক্ষা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাওয়া ‘হাফ-চান্স’ও কাজে লাগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। 

বিজ্ঞাপন

গোছাল ফুটবল খেলা ভারত প্রথমার্ধে বাংলাদেশকে বেশ চাপে রাখে। তবে পোস্টের নিচে দেয়াল হয়ে ছিলেন রুপনা চাকমা। 

সপ্তম মিনিটে সতীর্থের থ্রু পাস পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙে ধরে গোলরক্ষককে একা পেয়ে যান সুমতি ‍কুমারি। ভারতের এই ফরোয়ার্ডের শট দারুণভাবে পা বাড়িয়ে আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক। সাত মিনিট পর কর্নার থেকে সুনিতা মুন্ডার ফ্লিক হেডও আটকে দেন তিনি। 

৩০তম মিনিটে ভারত জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। এর দুই মিনিট পর বাংলাদেশ প্রথমার্ধে উল্লেখ করার মতো একমাত্র আক্রমণটি শাণায়। তবে কর্নারে সুরমা জান্নাতের সাইড ভলি যায় ক্রসবারের উপর দিয়ে। 

দ্বিতীয়ার্ধেও প্রত্যাশিত আলো ছড়াতে  পারল না বাংলাদেশ। শেষ দিক একটু-আধটু ‘হাফ-চান্স’ মিললেও কাজে লাগাতে পারেনি কেউ। নেপালকে হারানো ম্যাচের মতো মরিয়া প্রচেষ্টা দেখা যায়নি কারো মধ্যে। 

৬২তম মিনিটে ভারতের সুনিতার আড়াআড়ি ক্রসে ভুটানের জালে হ্যাটট্রিক করা নেহার শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। 

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ভূটানের। একই দিন ভারত লড়বে নেপালের বিপক্ষে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত