ফাইজারের উপহারের আরো টিকা ঢাকায় আসছে সন্ধ্যায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৩ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩

করোনাভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ রাতে। গত সোমবার টিকাগুলো আসার কথা থাকলেও সেই তারিখ পেছানো হয়।

বুধবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে ফাইজারের উপহারের টিকাগুলো।

গত সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছিলেন। সেদিন মাইদুল ইসলাম জানান, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল তা আজ না এসে বুধবার (১ সেপ্টেম্বর) দেশে পৌঁছাবে।

ফাইজারের টিকাগুলো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত