প্রধানমন্ত্রীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ১২:০৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ওয়াং ই। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল ৫টার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত