প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমল লঞ্চের ভাড়া
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:১৫
জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়ার পর এবার প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমল লঞ্চের ভাড়া। বৃহস্পতিবার এই নতুন ভাড়া নির্ধারণ করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ১৬ আগস্ট সরকারি-বেসরকারি লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়। ১০০ কিলোমিটার দূরত্বের জন্য সমন্বয় করে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়। এরপরের দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া দুই টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে দুই টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়। একইসঙ্গে নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
১৫ পয়সা কমানোর ফলে ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া পড়বে দুই টাকা ৮৫ পয়সা। এরপরের দূরত্বের জন্য ভাড়া পড়বে জনপ্রতি দুই টাকা ৪৫ পয়সা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত