প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২১, ১৬:৪৯ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৫
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৭ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপ ভট্টাচার্য। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত