পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭
পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা (গণমাধ্যম) মো. রায়হান।
মো. রায়হান বলেন, নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দোতলায় জুতা তৈরির ওই কারখানায় আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত