পালাগানের নামে ইসলাম বিরোধী বক্তব্য বন্ধের দাবিতে লৌহজংয়ে প্রশাসন বরাবর আবেদন
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫২
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পালাগানের নামে ইসলাম বিরোধী বক্তব্য ও মাদক আড্ডা বন্ধের দাবিতে প্রশাসন বরাবর আবেদন করেছেন উপজেলা ওলামা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ও লৌহজং থানার ওসি মনিরুল ইসলামের কাছে সশরীরে হাজির হয়ে একদল আলেম-উলামা এ স্মারকলিপি প্রদান করেন। স্থানীয় আলেমদের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ খান।
আলেম সমাজের পক্ষে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ খান স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয় যে, শীত ও শুকনো মৌসুমে লৌহজং উপজেলার বিভিন্ন এলাকা বিশেষত পদ্মাপার অঞ্চলে ওরস ও পালাগানের নামে বিভিন্ন বাউল গানে ইসলাম, আল্লাহ, কোরআন-হাদিস এবং ইসলামের বিভিন্ন মহান ব্যক্তি, নবী-রাসুল ও বিধিবিধান সম্পর্কে অত্যন্ত গর্হিত কুরুচিপূর্ণ এবং বিকৃত ব্যাখ্যা সম্বলিত বক্তব্য এবং গান পরিবেশন করে আসছে। যার বিরূপ প্রভাব পড়ছে সমাজে। এ ছাড়া গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম ও আলেম সমাজের প্রতি অযাচিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং আধ্যাত্মিক সাধনার নামে গাজা ও মাদকের আসর বসাচ্ছে। কথিত পীরের পায়ে ও মাজারে সেজদা দেয়া হচ্ছে। এর ফলে সমাজে ধর্মের ব্যাপারে ভুলবার্তা ও মিথ্যা অপব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। অপরদিকে যুবসমাজের মাঝে মাদকের ব্যবহার, অশ্লীলতা ও অসামাজিকতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।যার কারণে সমাজে বিশৃংখলা দেখা দিচ্ছে এবং অন্যায়ের প্রবণতা বেড়ে যাচ্ছে।
এ ছাড়া আবেদন পত্রে ইসলাম বিরোধী বাউল সম্প্রদায়ের সকল কার্যক্রম নিষিদ্ধকরণ, কদম পাগলাসহ এই ধরনের মেলার নামে অসামাজিক কার্যক্রম, মাদকের আসর ও রাস্তায় অত্যধিক যানজট সৃষ্টি বন্ধ করা, ধর্মদ্রোহী আবুল সরকারের দ্রুত বিচার বাস্তবায়ন এবং আল্লাহ, রাসূল ও ইসলামের অবমাননাকারী ও অপব্যাখ্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন করে গেজেট প্রকাশ করাসহ চার দফা দাবি পেশ করেন।
আবেদন পত্রের বিষয়ে লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম জানান, আলেমদের অভিযোগের বিষয়টি দেখা হবে। উপজেলা প্রশাসন আবেদন পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুকে ফোন করা হলে রিসিভ না করায় তাঁর বক্তব্য, এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত