পর্দায় অমিতাভ-রেখা জুটির ফেরার গুঞ্জন, যা বললেন অমিতাভ
প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:৩৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও রেখা। এ জুটি ফিরতে চলেছে রুপোলি পর্দায়- এমন গুঞ্জন বেরিয়েছে। যশরাজের আগামী ছবিতে এক সঙ্গে কাজ করতে পারেন তারা। আদিত্য চোপড়ার পরিচালনাতেই তৈরি হতে পারে সেই ছবি। এমন কানাঘুষো টিনসেল নগরীর চৌহদ্দি পেরিয়ে এখন নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে।
তবে এ বিষয়ে অমিতাভ বলেছেন, ‘‘আমি খবরটা পড়েছি। কিন্তু এতে সত্যতা নেই। আপনারা নিজেরাই খবর ছেপে আমাদের প্রশ্ন করেন।’’ রেখা ও অমিতাভ বচ্চনের জুটি যেন সারা জীবনই অমর হয়ে থাকবে রুপালি পর্দায়। কিন্তু দীর্ঘকাল তারা এক সঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। ফিরিয়ে দিয়েছেন বহু নামী পরিচালকের চিত্রনাট্য। এক জন ছবির গল্পে আগ্রহ প্রকাশ করলেও, অন্য জন পিছিয়ে গিয়েছেন অজানা কারণে। ‘আলাপ’, ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘সুহাগ’ ও ‘সিলসিলা’-সহ বেশ কিছু বাণিজ্যসফল ছবিতে তারা এক সঙ্গে কাজ করেছেন। এক সময়ে দু’জনের সম্পর্কের রসায়ন নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গিয়েছে গুঞ্জন। কিন্তু এই দুই কিংবদন্তীকে ঘিরে সিনেমাপ্রেমীদের রোমাঞ্চ যে আজও অক্ষুণ্ণ, তা বোঝা যায় এ ধরনের গুজব থেকেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত