পঞ্চগড় সদর ইউনিয়ন যুবদলের সমাবেশ  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৭:১২ |  আপডেট  : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭

পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেছেন আমরা বিশ্বাস করি অতীতে বিএনপিকে যে ভাবে দেশের মানুষ ভোট দিয়েছিল আসন্ন নির্বাচনেও ধানের শীষে ভোট দিবেন। বৃহষ্পতিবার রাতে পঞ্চগড় সদর ইউনিয়ন যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন তিনি।

ওই সমাবেশে সদর ইউনিয়নের যুবদল আহবায়ক সফিকুল  ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক  নুরুজ্জামান বাবু। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদল আহবায়ক বসিরুল ইসলাম, সদস্য সচিব মনিরুজ্জামান বিদ্যূৎ, সদর ইউনিয়ন যুবদল সদ্য সচিব তাছির উদ্দীন প্রমূখ। 

প্রধান অতিথি বলেন, পঞ্চগড়-১ আসনে ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার নওশাদ জমিরের ঘরে ঘরে জনে জনে গনসংযোগের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও ৩১ দফা সংষ্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠন কাজ করছে।

মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, আমরা আসন্ন সংসদ নির্বাচনে জনগনকে নিয়ে গনতন্ত্র নিশ্চিত করবো ইনশাআল্লাহ।এর আগে সদর ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত