নন্দীগ্রামে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উদ্বোধন
প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৭:০২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪
বগুড়ার নন্দীগ্রামে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উদ্বোধন করা হয়েছে। ২৭ মার্চ বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এরপূর্বে একটি র্যালি বের হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমুখ। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জন এক বিশাল গৌরব ও আনন্দের। তাই ব্যাপক উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে নন্দীগ্রামে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত