নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭

বগুড়ার নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার যুব সমবায় সংঘের উদ্যোগে হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ চূড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে বগুড়া ফুটবল একাদশ ২-১ গোলে সান্তাহার ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে।

 বিকেল সাড়ে ৫ টায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব রায় ও হাটকড়ই বাজার যুব সমবায় সংঘের সভাপতি নাহিদ হাসান প্রমুখ।    

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত