নতুন হজ প্যাকেজ ঘোষণা এজেন্সি মালিকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৪, ১৪:৫০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪

গত বছরের চেয়ে ১ লাখ টাকার বেশি খরচ কমিয়ে আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সেখানে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। একটির মূল্য ধরা হয় ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটির ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। সেখানে বেসরকারি ব্যবস্থাপনার জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়। কিন্তু সরকার ঘোষিত হজ প্যাকেজগুলো পাশ কাটিয়ে নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সির মালিকরা।

আগামী বছর হজে যেতে সরকারিভাবে দুটি ও বেসরকারি একটি প্যাকেজ প্রত্যাখ্যান করে নতুন প্যাকেজ ঘোষণা করেছে সংগঠনটি। এরমধ্যে সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। যা সরকারি প্যাকেজের চেয়ে যথাক্রম ৪৫ হাজার এবং প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা বেশি।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পাল্টা এই প্যাকেজ ঘোষণা করেন সাধারণ হজ মালিকদের নামে এজেন্সির মালিকরা। সংবাদ সম্মেলনে মালিকরা জানান, সরকার যে হজ প্যাকেজ ঘোষণা করেছে এতে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এতে হজযাত্রীদের খরচ কমবে না; বরং বাড়বে। তাই সংগঠনের পক্ষ থেকে তারা আমরা হজ প্যাকেজ ঘোষণা করছি।

হাবের সাবেক মহাসচিব ফারুক আহমেদ সরদার বলেন, হজযাত্রীদের সুবিধার্থে আমরা দুটি প্যাকেজ ঘোষণা করছি। এরমধ্যে একটি থাকবে সাধারণ প্যাকেজ অন্যটি বিশেষ প্যাকেজ। দুটি প্যাকেজে সরকার ঘোষিত প্যাকেজের চেয়ে একটু বেশি মূল্য ধরা হয়েছে। তবে আমাদের প্যাকেজে সেবার মান উন্নত করা হয়েছে।

সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার        

এই প্যাকেজটির মাধ্যমে সবচেয়ে বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করতে যান। সবার সামর্থ্যের মধ্যে রেখেই এ প্যাকেজটি মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩৬৩ টাকা। সৌদি রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫০ পয়সা ধরে এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩৮ হাজার টাকা। এরমধ্যে থাকবে মক্কা-মদিনা বাসা ভাড়া, জমজম পানি, সাভির্স চার্জ, খাওয়া খরচ ইত্যাদি। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা। এরমধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ফি ইত্যাদি।

হজ ভিসা এবং সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট সরবরাহ, মক্কা আল-মোকাররমায় পবিত্র মসজিদুল হারামের বাইরের চত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটারের এবং মদিনা আল মনোয়ারায় পবিত্র মসজিদে নববী থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে মারকাজিয়া এরিয়ার বাহিরে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল/বাড়ি। প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশের ব্যবস্থা, আরাফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর ব্যবস্থা, মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন, মক্কা-মিনা-আরাফাহ-মুজদালিফা যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা, হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ সরবরাহ, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটার জমজম পানি সরবরাহ, কম-বেশি ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন গাইড থাকবে এবং এজেন্সির সঙ্গে আলোচনা করে অতিরিক্ত অর্থ দিয়ে রুম আপগ্রেডেশন করা যাবে।

হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। সৌদি আরবে সর্বনিম্ন ৩০ দিন সর্বোচ্চ ৪৮ দিন অবস্থান, মদিনায় ৫ থেকে ৮ দিন অবস্থান, মুজদালিফায় নিজ ব্যবস্থাপনায় অবস্থান, নিয়মিত সেবন করতে হয় এ ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী (ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ) চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কমপক্ষে ৫০ দিনের সঙ্গে নিতে হবে।

বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার টাকা         

এ প্যাকেজটিকে সাধারণত ভিআইপি প্যাকেজ বলা হয়। এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। আর সরকারিভাবে এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। সে হিসেবে এ প্যাকেজে মূল্য বেশি প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।

সৌদি রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫০ পয়সা হিসাবে ধরে এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৪৬ হাজার টাকা। এরমধ্যে থাকবে মক্কা মদিনা বাসা ভাড়া, জমজম পানি, সার্ভিস চার্জ, খাওয়া খরচ ইত্যাদি। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার টাকা। এরমধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ফি ইত্যাদি।

এ প্যাকেজে যারা যাবেন তাদেরকে মক্কায় হারাম শরীফের বাইরের চত্বর থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড 'ডি' ক্যাটাগরির সার্ভিস সুবিধা, মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত, অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা, মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা এবং ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত