দূর আকাশের তারা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১০:৩৫ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২২

শাহনাজ বেগম
------------

 

তুমি এখন দূর আকাশের তারা
 ইচ্ছে থাকলেও পারিনা তোমায় ছুঁতে
 কেননা তুমি এখন দূর আকাশের তারা।  

বরাবরের মতোই মুচকি  মুচকি হেসে
 কাছে এসে জড়িয়ে ধরো নাতো,  
তুমি কি বুঝতে পারো 
আমার চোখের ভাষা?  
তুমি কি পড়তে পারো 
আমার মনের কথা?  
তুমি না এখন দূর আকাশের তারা। 

আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবি
 তুমি বুঝি তাকিয়ে আছো আমার পানে,
হাত বাড়িয়ে দিয়ে এখনই হয়তো বলবে
 চলো না ঘুরে আসি।  

বৃষ্টির জল আমার চোখ বেয়ে পড়ে 
তখনই মনে পড়ে
 তুমি না দূর আকাশের তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত