দীপিকার সৌন্দর্য চুরি করতে চান জাহ্নবী কাপুর 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ২০:৩৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭

বিনোদন ডেস্ক: সফলতার জোয়ারে ভাসছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রুহি’। এ ছবিতে শ্রীদেবীকন্যাকে দেখা গেছে রাজকুমার রাওয়ের বিপরীতে। করোনার তাণ্ডবের মধ্যেও বক্স অফিসে ভালোই সফলতা পেয়েছে ছবিটি। মুক্তির চার দিনের মধ্যে ১২ দশমিক ৫৮ কোটি রুপি ব্যবসা করেছে ‘রুহি’। লকডাউনের পর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। তবে জাহ্নবী আবার চর্চায় উঠে এলেন কার্তিক আরিয়ানকে নিয়ে। এখন বলিউডে কান পাতলেই কার্তিক আর জাহ্নবীর রোমান্সের খবর শোনা যায়। আর কথিত প্রেমিকের একটা জিনিস জাহ্নবী চুরি করতে চান। এখন প্রশ্ন, এমন কি জিনিস, যা জাহ্নবীর কাছে নেই? সম্প্রতি এক ওয়েবসাইটে সাক্ষাৎকারের সময় জাহ্নবী নানান মজার উত্তর দিয়েছেন। জাহ্নবীকে কার্তিকের বুদ্ধি খুব প্রভাবিত করে। তাঁর চোখে কার্তিক অত্যন্ত বুদ্ধিমান আর খুবই স্মার্ট। 

কার্তিকের এমন কোন জিনিস জাহ্নবী চুরি করতে চান, তার জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় যে ওর বুদ্ধি যদি আমি চুরি করতে পারতাম। কারণ, আমার মতে ও খুবই স্মার্ট।’ এদিকে দীপিকার সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ জাহ্নবী। কার সৌন্দর্য এই তারকাকন্যা চুরি করতে চান, এর জবাবে তিনি বলেন, ‘দীপিকা পাড়ুকোনের সৌন্দর্য আমি দারুণ পছন্দ করি। ওনার সৌন্দর্য চুরি করতে চাই।’ জাহ্নবী এই মুহূর্তে ‘গুড লাক জেরি’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে তিনি ‘দোস্তানা টু’ ছবির শুটিং করবেন।

জাহ্নবীর বলিউডে অভিষেক হয় মারাঠি ‘সাইরাত’ ছবির রিমেক ‘ধড়ক’–এর মাধ্যমে। এ ছবিতে তাঁর নায়ক ছিলেন ঈশান খট্টর। সিনেমা মুক্তির পর বেশ কিছুদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন জাহ্নবী আর ঈশান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত