ঢাকায় বিভিন্ন ধরনের মাদকসহ গ্রেফতার ৫৫
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭
রাজধানী ঢাকায় ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ২৫ গ্রাম ৫০ হেরোইন, ৫৫ কেজি ৬৬৫ গ্রাম ১৬০পুরিয়া গাঁজা, ৪০ ক্যান বিয়ার, ৬০টি ইনজেকশন ও ১ গ্রাম আইস জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত