ঢাকায় ইউএনএইচসিআরের ২ সহকারী হাইকমিশনার, ভাসানচর যাবেন সোমবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২১, ১২:৪৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৫

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার রাউফ মাজাও ও গিলিয়ান ট্রিগস চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার (৩১ মে) তারা ভাসানচর পরিদর্শনে যাবেন। সেখান থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন ইউএনএইচসিআরের এই দুই সহকারী হাইকমিশনার।

রোববার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার আজ সকালে ঢাকায় এসেছেন। সফরে তারা ভাসানচর এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছু রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তরের পর ইউএনএইচসিআরের সদর দফতরের কোনো প্রতিনিধিদের প্রথম ভাসানচর সফর হবে এটি। বাংলাদেশ সফরে আসা সংস্থাটির দুই সহকারী হাইকমিশনারের মধ্যে রাউফ মাজাও পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার এবং গিলিয়ান ট্রিগস সুরক্ষা বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশ সফরে আসা ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত