ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১১:১৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
দুই দিনের সফরে আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে আলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রবিবার (২৪ এপ্রিল) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে।
ঢাকা সফরকালে জয়শঙ্কর সে বিষয়ের ওপর বিশেষ জোর দেবেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, আগামী জুলাই মাসে এটি হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত