টিকা নিয়েও আবারো করোনায় আক্রান্ত এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

  বরগুনা সংবাদদাতা

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১৯:১৪ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে  চিকিৎসাধীন তিনি।

শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এপিএস মো. শফিক হোসেন। 

শফিক হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করতে অনেকদিন ধরেই বরগুনায় অবস্থান করছেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত ২২ জুলাই আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এর কয়েকদিন পর কিছু উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। 

করোনায় জীবন যখন বিপর্যস্ত তখন মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গণমানুষকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া সংসদ সদস্য শম্ভু এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থতার জন্য সৃষ্টিকর্তা, সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত