জামালপুরে রেললাইনের ক্লিপ খুলার সময় দুই কিশোর গ্রেফতার

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ |  আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২

রাতের আঁধারে জামালপুর পৌরশহরের লাঙ্গলজোড়া এলাকায় রেল লাইনের ক্লিপ খুলার সময় দুই কিশোরকে হাতেনাতে গ্রেফতার করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশ।  শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লাঙ্গলজোড়া এলাকার মো.জয়নাল হোসেনের ছেলে জয় হোসেন(২৭) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে হৃদয় আহম্মেদ(১৬)।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল ইসলাম বলেন, জামালপুর রেওয়ে স্টেশন সংলগ্ন লাঙ্গলজোড়া এলাকায় কয়েকজন কিশোর রেললাইন থেকে ক্লিপ খুলছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে দ্রুত অভিযান চালায় রেলওয়ে থানা পুলিশ। এ সময় রেললাইনের ছয়টি ক্লিপ ও একটি হাতুড়িসহ দুই কিশোরকে হাতেনাতে আটক করা হলেও সিয়াম(১৭) ও শুভ(১৬) নামের আরো দুই কিশোর পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত