ঘোড়ার গাড়িওয়ালির সঙ্গে তালাচাবিওয়ালার প্রেম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১১:৪০ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪

হইহই করে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর গাড়িতে যাত্রী। রাস্তার সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে ছিল। কারণ, রাজধানীর উত্তরার রাস্তায় যাত্রীসহ ঘোড়ার গাড়ি আগে দেখা যায়নি। সেই গাড়ির চালক আবার মেহজাবীন!

 অনেকেই লাফ মেরে উঠতে চাইছিল ঘোড়ার গাড়িতে। মেহজাবীন তাদের বোঝাচ্ছিলেন, শুটিং চলছে। অনেকেই তাঁকে সত্যিকারের ঘোড়ার গাড়িওয়ালি ভেবেছে। মজার সব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘তালাচাবি’ নাটকের দৃশ্যধারণ। নাটকটিও প্রস্তুত।

প্রায় দুই ঘণ্টা ধরে ঘোড়ার গাড়ি চালানো শিখতে হয়েছে মেহজাবীনকে। দড়ি ধরে কীভাবে ঘোড়ার চলা নিয়ন্ত্রণ করা যায়, সেটা শিখতে পেরে দারুণ আনন্দিত এই অভিনয়শিল্পী। মেহজাবীন জানান, কোনো কাজই সহজ বা আরামদায়ক না সেটা আবারও বুঝেছেন তিনি, সেটা অভিনয় বা টাঙ্গাওয়ালি যা–ই হোক। তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বুঝলাম, যাঁরা এই পেশায় আছেন, তাঁরা কাজটাকে খুবই ভালোবাসেন। তাঁরা চাইলে অন্য কাজ করতে পারেন, কিন্তু তাঁরা এই ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের প্রতি সম্মানটা বেড়ে গেছে।’

শৈশবে ঘোড়ার গাড়িতে ওঠার অভিজ্ঞতা আছে মেহজাবীনের। তখন কিছুটা ভয় পেলেও এখন ঘোড়ার গাড়ি চালাতে কোনো ভয় করেননি। আসল ঘোড়ার গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি চালাতে শিখেছেন তিনি। একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি সত্যিকারের টাঙ্গাওয়ালি হয়ে গেছেন, তখন কী করবেন? হাসতে হাসতেই মেহজাবীন বলেন, ‘আমার ঘোড়াগুলো ঠিক আছে কি না, খোঁজখবর নেব, ওদের খাবার দেব। পরে বেরিয়ে পড়ব ঘোড়ার গাড়ি নিয়ে। তখন সবাই বলবে, ওই দেখ টাঙ্গাওয়ালি মেহজাবীন।’

সম্প্রতি মেহজাবীনের একটি ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে জুড়ে নিয়েছেন তাঁর ভক্তরা। এ ঘটনায় একাধারে বিস্মিত ও আনন্দিত এই অভিনয়শিল্পী। তিনি জানান, ছবিটি তাঁর ভালো লেগেছে বলেই ফেসবুকে পোস্ট করেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন, অনেক ভক্ত নিজেদের প্রোফাইলে ছবিটি দিয়েছেন। প্রথমে তিনি নিজেই বুঝতে পারেননি। তবে ভক্তদের এই ভালোবাসা তাঁর জন্য ছিল চমক। তিনি বলেন, ‘সবাই হয়তো ভালো লেগেছে বলেই ছবিটি শেয়ার করছেন। ভক্তদের এ কাণ্ড বেশ উপভোগ করেছি।’

‘তালাচাবি’ গল্পে তালাচাবি মেরামতকারীর ভূমিকায় দেখা যাবে আফরান নিশোকে। আর মেহজাবীন ঘোড়ার গাড়ি চালিয়ে আয় করেন। তালাচাবিওয়ালার সঙ্গে প্রেম হয়ে যায় টাঙ্গাওয়ালির। পরে তাদের জীবনে ঘটে যায় ভয়ংকর এক ঘটনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবত শাওন। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেখানো হবে নাটকটি। নাটকে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, কচি খন্দকারসহ আরও অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত