গায়ক হাবিবের সঙ্গে গাইলেন ন্যান্সির মেয়ে রোদেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জুন ২০২১, ১৪:০৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

নাজমুস মুনীরা ন্যান্সি। দেশের জনপ্রিয় একজন সংগীতশিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়ে অনেক অর্জনই যোগ করেছেন ক্যারিয়ারে। বিশেষ প্লেব্যাকে দুর্দান্ত সফল এই গায়িকা।

গানের ভুবনে তার রাজকীয় যাত্রাটা হয়েছিলো তুমুল জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে। মজার ব্যাপার হলো এবার তার মেয়ে রোদেলাও গান করলো হাবিবের সঙ্গে জুটি হয়ে।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের পথ ধরে সেও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। এরইমধ্যে বেশ কিছু গান প্রকাশ করে প্রতিভার জানানও দিয়েছে সে। এবার গাইলো হাবিবের সুর-সংগীতে।

এই খবরটি রোদেলা ও তার মা গায়িকা ন্যান্সি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাবিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে রোদেলা গানটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ফেসবুকে। গানের শিরোনাম বাধাহীন আমার মনের এই গল্প। গানের কথা লিখেছেন মারুশা। সুর ও সংগীত হাবিব ওয়াহিদ।

খুব শিগগিরই গানটি শুনতে পাওয়া যাবে HW Production - এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এদিকে রোদেলার এই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে ন্যান্সি শুভেচ্ছা জানালেন মেয়েকে। তিনি লিখেছেন, ‘অভিনন্দন মা রোদেলা’।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত