পলাশ সভাপতি-রাঙ্গা সাঃ সম্পাদক

গাবতলী উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৮:৪৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৩০

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২১শে অক্টোবর২১) স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা  চেয়ারম্যান মোরশেদ মিল্টন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি  কেএমএস মোশাব্বির শাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু ও করিম প্রধান রনি এবং সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি। আরোও বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা, সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, প্রভাষক নজমল হক, মতিয়ার রহমান মতি, এমআর ইসলাম রিপন, মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের আহবায়ক হারুনুর রশিত হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান হিরু, যুবদল নেতা রুবেল মাহমুদ, চ ল কুমার ও আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, গাবতলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ দোহা, গাবতলী থানা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নজরুল ইসলাম টুকু, মোমিনুল হাসান মমিন, অধ্যাপক মফিদুল ইসলাম, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মুঞ্জুর মোরশেদ, আতিকুর রহমান পিন্টু, বিএনপি নেতা আবু আছাদ, মিজানুর রহমান হিলু, মিনহাজুল ইসলাম, নুহু আলম সরদার, জসিউর রহমান সোহেল, আব্দুল কুদ্দুস, মকবুল হোসেন, সাহাদত হোসেন সাগর, আবু তালেব শাহীন, আব্দুল মজিদ, সাজেদুর রহমাস সুজন, একাবর হোসেন, আব্দুল হান্নান, সাহাদত হোসেন মুন্টু, মনিরুজ্জামান ফারুক’সহ বিএনপি এবং সকল অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। 

শেষে গাবতলী উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে মোট ৮৮ জন ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮৬ ভোট পেয়ে গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন এমআর হাসান পলাশ এবং এসএম রাঙ্গা ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত