গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্তের হার ৮.৬৫ শতাংশ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুন ৩৬ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ২০ জন কম মারা গেছেন। গতকাল ৫৮ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে, খুলনা বিভাগে ৫ জন, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। গতকাল ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত