কারওয়ান বাজার মোড়ে হঠাৎ প্রাইভেটকারে আগুন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৪, ১৪:০৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩

রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। আগুন লাগার পরই চালকসহ গাড়িতে থাকা দুজন দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখি। এ সময় পথচারীদের চেষ্টায় আগুন নেভানো হয়। আগুন লাগার পর চালকসহ দুইজন দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর গাড়িটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান আশিকুর রহমান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত