কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩ | আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬:২১

রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাসুদ রানা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
মাসুদ রানা মিরপুর সেনপাড়া কাঁচাবাজার এলাকায় থাকেন। তার বাবার নাম নুরুল আমিন।
হাসপাতালে নিয়ে আসা আহতের শ্যালক আলামিন জানান, মাসুদ রানা পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। তিনি প্রাইভেটকারে ধোলাইখাল থেকে মোটরের পার্টস কিনে বাসায় যাচ্ছিলেন। পথে কাওরান বাজার সিগনালের একটু আগে গাড়ি দাঁড়ানো ছিল। এ সময় ছিনতাইকারি তার হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে নেয়। তিনি ছিনতাইকারীর হাতে ধরে ফেলেন। এতে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানার ঘাড়ের বাম পাশ ও মাথায় আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারচালক শাকিবের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে ঢামেক হাসপাতাল নেওয়া হয়।
মো. ফারুক বলেন, ‘আহত ব্যক্তি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত