ভাঙ্গা রাস্তায় যেতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি

কাউনিয়ায় ৬ দোকান, সমিতি ও ক্লাব ঘর আগুনে ভস্মীভূত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০২ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৪১

 কাউনিয়ার টেপামধুপুর বিশ্বনাথ আদর্শ বাজারে রোববার দিবাগত গভীর রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ৬টি দোকান, ১টি সমিতির কার্যালয় ও ১টি ক্লাব ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানাগেছে টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের গুচ্ছগ্রাম আদর্শ বাজারে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে নাজমুল হকের গালামালের দোকানে প্রথম আগুন ধরে যায়। পরে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে মিজানুর রহমানের রাসায়নিক সারের দোকান, জামিদুলের কারেন্টের ঝালাই দোকান, একরামুল হকের বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান, আশিকুর রহমানের মালামাল রাখার গোডাউন, হালিম মিয়ার ফলের দোকান, বাজার সমিতির কার্যালয় ও ক্লাবঘর পুরে ভস্মীভূত হয়ে যায়। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা দ্রæত ঘটনা স্থলের কাছাকাছি আসলেও রাস্তা ভাঙ্গার কারণে ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি। অপরদিকে অগ্নি কান্ডের ঘটনাটি গভীর রাতে ঘটায় স্থানীয় লোকজন ঘুম থেকে জাগনা পেয়ে ওঠার আগেই দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফলে আগুনে পুড়ে নিমিষেই  ব্যবসায়ীদের স্বপ্ন ধুলিসসাৎ হয়ে যায়। দোকান মালিকগন জানান অগ্নিকান্ডে তাদের ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হবে। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সামছুল হক জানান রাস্তার বিভিন্ন অংশ ভাঙ্গা থাকায় অগ্নি কান্ডের খবর পেয়েও গাড়ী নিয়ে অগ্নি কান্ড স্থানে যেতে পারে নাই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত