কাউনিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৬:১১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:২৯

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এছারাও উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগি সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও নিজ নিজ অবস্থান থেকে দিবসটি পালন করে। 

সূর্য্যদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা, মেডিকেল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম। উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আঃ জলিল, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগ সহ সভাপতি জামিল হোসেন প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত