কাউনিয়ায় লকডাউন মানাতে কঠোর অবস্থানে ইউএনও তাহমিনা তারিন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৬:১৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬
দেশে বিদ্যমান করোনা মহামারী সামাল দিতে সরকারের পক্ষ থেকে লগডাউন জারি করা হয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলা ব্যাপী লকডাউন যথাযথভাবে প্রতিপালনের জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। লকডাউন মানাতে কঠোর অবস্থানে থেকে মাঠে আছেন তিনি। করোনা মোকাবেলায় সকলের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপ‚র্ণ জনবহুল পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।
নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর অবস্থানে আছে উপজেলা প্রশাসন। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান করা হচ্ছে।লকডাউন কার্যকর করার লক্ষে মাস্ক ছাড়া ঘরের বাইরে অহেতুক যারা ঘোরাফেরা করেছেন, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সচেতন করছেন ইউএনও তিনি।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।করোনার ২য় ঢেউয়ে সকলের মধ্যে মাস্ক পরা,সামজিক দুরত্ব বজায় রাখা ও হাত ধোয়া নিশ্চিত করতে একযোগে কাজ করা হচ্ছে।ম‚লত জরিমানা করা উপজেলা প্রশাসনের উদ্দেশ্য নয় উলেখ করে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য করোনা প্রতিরোধে মানুষের মধ্যে স্বাস্থ্য জনসচেতনতা সৃষ্টি করা। এটা আগামী দিনেও অব্যাহত থাকবে।
তিনি জানান, রিক্সা, ভ্যানচালক, কুলি, দিনমজুর তাদের কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি, তাদের জন্য উপজেলা পরিষদের সাথে আলোচনা করে কিভাবে প্রনোদনার আওতায় আনা যায় যে বিষটিও আমরা দেখছি। তিনি বলেন-সরকার যে নির্দেশনা দেবে, সেই সকল নির্দেশনা মেনে আমরা কাজ করবো জানিয়ে তিনি বলেন, জনগণকে সচেতন করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত