কাউনিয়ায় পুত্রবধূর সাথে ঝগড়া শ্বাশুড়ীর আত্মহত্যা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪০
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামে রবিবার রাতে পুত্রবধূর সাথে ঝগড়া হওয়ায় মনের দুঃখে শ্বাশুড়ী সালেহা বেগম (৫৫) গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার চর নাজিরদহ (একতা) গ্রামের মোঃ শহিদ আলীর স্ত্রী সালেহা বেগম (৫৫) এর সাথে তার পুত্র বঁধুর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ কারণে মনের দুঃখে ক্ষোভে সবার অজান্তে রবিবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ঘরের তীর (ধর্নার) সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত