কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৮
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়।
উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালী শেষে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপত্বি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, প্রবাস বন্ধু ফোরামের সদস্য রওশনারা রতনা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম উপজেলা প্রগ্রাম অর্গানাইজার মোকারম হোসেন প্রমূখ। আলোচনা সভায় বিদেশগামী প্রত্যেককে যে কোন একটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা, বৈধপথে বিদেশ গমন ও বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, হুন্ডির ক্ষতিকর দিক, প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাস জীবনে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত