করোনা মোকাবিলায় গম্ভীরের তহবিলে কোটি টাকা দান করলেন অক্ষয়
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৮:৩৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৬
কোভিড আক্রান্তদের সহায়তা করার জন্য। বলিউড অভিনেতা অক্ষয় কুমার দিল্লিতে ক্রিকেটার গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে ১ কোটি টাকার অনুদান দিয়েছেন।
ক্রিকেটার গৌতম গম্ভীর টুইট করে লেখেন, ‘বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে ধন্যবাদ। গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে ১ কোটি টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার।
গরিবদের কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে খাবার, ওষুধ ও অক্সিজেন দেওয়ার জন্য বলি অভিনেতা সহায়তা করছেন। গম্ভীর টুইট করে লেখেন, ‘চরম সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দাড়িয়ে। প্রতিটি সহায়তাই আমাদের আশার আলাে দেখাচ্ছে। বলি অভিনেতা এই সঙ্কটের মুহুর্তে পাশে এসে দাড়িয়েছেন। ধন্যবাদ অক্ষয়।
পাল্টা অক্ষয়ও লেখেন, “গৌতম, দেশের প্রতিটি মানুষ কঠিন সময়ের মধ্যে দাড়িয়ে। আমি ওই মানুষগুলাে পাশে দাড়িয়ে সহায়তা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি খুব শীঘ্ৰ কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। বলিউড অভিনেতা অক্ষয় কুমার আগের বছর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত