করোনায় মাদারীপুরে বিএনপি’র নেতার মৃত্যু
প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১৮:৫৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:২৮
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাদারীপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুর রব বেপারী (৬৭) মৃত্যুবরণ করেছেন। শনিবার (৩ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, আবদুর রব বেপারীর করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্টে গতকাল (২ এপ্রিল) তার পজিটিভ আসে। তিনি গত ২৯ মার্চ মাদারীপুর সদর হাসপাতালে করোনা পরীক্ষার স্যাম্পল প্রদান করেন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত