করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ীর অনুরোধ
প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১৩:৪২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮
বলিউডের প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বাঙালি এই সংগীত তারকাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার মেয়ে রিমা লাহিড়ী। খবর হিন্দুস্তান টাইমসের।
বাপ্পি লাহিড়ীর মুখপাত্র জানান, সব রকমের সাবধানতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত বাপ্পি লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি। সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।
মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন ৬৮ বছর বয়সি বাপ্পি লাহি়ড়ী। তবে সেই ডোজ নেওয়া হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। ভ্যাকসিনের জন্য নিবন্ধনের কথা ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছিলেন ‘ডিস্কো কিং’।
ভারতে করোনার প্রকোপ নতুন করে ঝেঁকে বসছে। সাম্প্রতিক সময়ে একাধিক বলিউড তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ তালিকায় রয়েছেন পরেশ রাওয়াল, আমির খান, আর মাধবন, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ানের মতো তারকারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত