" কথা " - গোলাম কবির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৩:২৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯

" কথা "

।। গোলাম কবির ।। 

 

কতো কথা পাথর হয়ে 

জমে ছিলো হৃদয়ের গহীনে, 

সেসব কথা হয়নি বলা 

কোনো কালেই। 

 

কিছু কথা স্বপ্নচোর ভোরের মতো 

হারিয়ে গেছে কালের অতল গহ্বরে! 

আরও কিছু ছিলো বলতে মানা 

তাই আর হবে না বলা। 

 

কিছু কথা বলতে সময়

পাইনি অবসর। 

 

কিছু কথা প্রগলভ নদীর মতো উচ্ছ্বাসে 

বলে ফেলেছিলাম, আজ মনেহয় 

সেসব কথা হয়নি বলা ঠিক।

 

আরও যে কতো কথা ছিলো বলার! 

বলতে চেয়ে কণ্ঠ রোধ হয়ে  

চোখে আসে জল অবিরল 

তাই হয়তো সেগুলো আর হবে না বলা।

 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত