এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি, দোয়া চাই সবার: শখ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫০
অভিনেত্রী আনিকা কবির শখ গত বছরের ১২মে ব্যবসায়ী রহমান জনকে বিয়ে করে সংসারী হয়েছেন। জানা গেছে, বর্তমানে মা হওয়ার অপেক্ষায় দিন গুণছেন শখ। নতুন আগামীর অপেক্ষায় আছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ভালো আছি আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।
হঠাৎ করেই মাস কয়েক আগে শখের ফেসবুক প্রোফাইল-পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাকড হয়ে যায়। শখ বলেন, ‘ওই ঘটনার পর খুবই কষ্ট পেয়েছিলাম। এরপর মাতৃকালীন এই অবসরের কারণে এক হিসেবে ভালোই হয়েছে, ওসব থেকে অনেকটা দূরে থাকতে পেরেছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়।’
এদিকে, সর্বশেষ ঈদুল আজহার একটি নাটকে দেখা গিয়েছিলো শখকে। এরপর আর কোনো নতুন কাজে হাত দেননি তিনি, আপাতত নতুন আগামীর অপেক্ষায় শোবিজ থেকে দূরেই আছেন। উল্লেখ্য, ২০১৫ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন শখ। ২০১৭ সালে বিয়ের দু’বছরের মাথায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত